ক্রাইমবার্তা রিপোট: কালিগঞ্জ উপজেলা রতনপুর ইউনিয়নের সূবর্ণগাছী গ্রামের বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি সূবর্ণগাছী গ্রামের আক্তার হোসেনের স্ত্রী শাহিনুর বেগম (৩৩)। জানা গেছে, শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে শিলা বৃষ্টিরত অবস্থায় তাহার বাড়ির পার্শবর্তী মাঠে শাহিনুর বেগম সহ তার পরিবারের সদস্যরা ধান সংগ্রহের কাজে ব্যস্ত ছিল। এসময় আকষ্যিক বজ্রপাতে শাহিনুর বেগম ঘটনা স্থলে মারা যান। মায়ের অকাল মৃত্যুতে এক মাত্র কন্যা শারমিন নাহার মুক্তা সহ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
