স্টাফ রিপোর্টার: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে গনি-শহিদ পরিষদ। সভাপতি পদে দৈনিক আমার দেশের কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের মো: শহিদুল ইসলাম বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ২০টি পদের সবক’টিতে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে গনি-শহিদ পরিষদ। সভাপতি পদে কাদের গনি চৌধুরী ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৩৮৭ ভোট, অপর প্রার্থী বাকের হোসাইন পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম ৬০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশীদ আলম পেয়েছেন ৩৭৬ ভোট। অপর প্রার্থী মোহাম্মদ মাসুদ পেয়েছেন ৫৪ ভোট।
সহসভাপতির তিনটি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে দিনকালের আনোয়ারুল কবীর বুলু (প্রাপ্ত ভোট ৫৪৮), মানবকন্ঠের বাছির জামাল (৭৩০), দিগন্ত টিভির শাহীন হাসনাত ( ৫৫২)। যুগ্ম সম্পাদক পদে আজকালের খবরের এরফানুল হক নাহিদ (৬৬৫), কোষাধ্যক্ষ পদে নিউ নেশনের মুহাম্মদ আনোয়ারুল হক গাজী আনোয়ার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে বাসসের দিদারুল আলম (৮০২), প্রচার সম্পাদক পদে এশিয়া বাণীর দেওয়ান মাসুদা সুলতানা (৫৮৬), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নয়া দিগন্তের আবুল কালাম (৬৭৮), জনকল্যাণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির খন্দকার আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক পদে খবরপত্রের শাহজাহান সাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সদস্য পদে খন্দকার হাসনাত করিম পিন্টু (প্রাপ্ত ভোট ৫৭১), ফিনান্সিয়াল এক্সপ্রেসের সৈয়দ আলী আসফার (৪৯৩), এনএনবিডির শহীদুল ইসলাম (৪৭২), দৈনিক ইনকিলাবের রফিক মুহাম্মদ (৫৬৫), নয়া দিগন্তের কাজী তাজিম উদ্দিন (৪৫৬), জনতার আমিরুল ইসলাম অমর (৪৬৭), ইকোনমিক টাইমসের এইচ এম আল আমিন (৫২৭), দিন পরিবর্তনের রফিক লিটন (৩৮৩) বিজয়ী হয়েছেন।
গতকাল শুক্রবার নির্বাচন শুরু হয় সকাল ৯টায়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতির পর টানা ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. কায়কোবাদ মিলন।
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …