ক্রাইমবার্তা রিপোর্ট সিরাজগঞ্জের শাহজাদপুর আদালত থেকে কারাগারে নেয়ার পথে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরিহিত দুই আসামি পালিয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ক্লোজড হয়েছে।
ওই দুই আসামিসহ চারজনকে গত শনিবার বিকালে শাহজাদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিএনজি আটোরিকশা যোগে সিরাজগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে দুর্গাপুর এলাকায় সড়ক ভাঙ্গা থাকার কারণে সিএনজিটির গতি কিছুটা কমে যাওয়ার সুযোগে ওই দুই আসামি সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যায়।
পলাতক দুই আসামিরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে চান্নু শেখ (২৫) ও কান্দাপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে আতাউর রমহান আতা (৩৪)।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে শাহজাদপুর আদালতের দুই সদস্যকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন কনস্টেবল আব্দুল হাই ও বিদ্যুৎ কুমার। সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক বাবুল উদ্দিন সরদার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোর্ট সূত্রে জানা যায়, মোট চরজন আসামিকে দু’জন কনস্টেবল মিলে সিএনজিচালিত অটোরিকশা যোগে জেলা কারাগারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে সিএনজির গতি কিছুটা রোধ হলে দুই আসামি সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যান।
ঘটনার পর থেকেই কোর্ট ও শাহজাদপুর থানা পুলিশ তাদের পুনরায় গ্রেফতারে অভিযান শুরু করে। সন্ধ্যার পর পলাতক আসামি আতাউর রহমান আতাকে পৌর এলাকা থেকে হ্যান্ডকাপসহ গ্রেফতার করা হয় বলে জানান শাহজাদপুর আমলী আদালতের পরিদর্শক প্রদ্যুৎ কর। তিনি জানান, অপর জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি পলাতক রয়েছেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হুদা রাকিব জানান, মাদক ও চুরিসহ নিয়মিত মামলার চার আসামিকে শাহজাদপুর আমলি আদালতে পাঠানো হয়। সেখান থেকে জেলা কারাগারে নেয়ার পথে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, হ্যান্ডকাপসহ আসামি পলায়নের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত কোর্ট পরিদর্শক (সিএসআই) প্রদ্যুত কর, জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এবং শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) রাকিবুল হুদার দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।