আহাদ আলী , নওগাঁ সংবাদদাতা ; ২৬৩ তম হ্যানিমান বার্ষিকী ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর চেয়ারম্যান ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়কে নওগাঁয় সংবর্ধনা অন্যুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। রবিবার সকালে নওগাঁ সরকারী কলেজ মিলনায়তনে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর চেয়ারম্যান ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ দিলীপ কুমার রায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য এস,এম মিল্লাত হোসেন ও ডাঃ আশিষ শংকর নিয়োগী, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এইচ,এম,এ ছালেক, বাংলাদেশ হোমিও প্যাথিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল্লাহ আল সাফায়েত প্রমুখ বক্তব্য রাখেন। পরে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর চেয়ারম্যান ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়কে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সভায় জেলার প্রায় সহ¯্রাধিক হোমিওপ্যাথিক ডাক্তার, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …