৮ জেলায় বজ্রপাতে নিহত ১৬

ক্রাইমবার্তা রির্পোটঃআট জেলায় বজ্রপাতে  অন্তত ১১ জনের মৃত্যু  হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো অনেকেই এ ঘটনায় আহত হয়েছে।
আজ সোমবার সকালে এ বজ্রপাজের ঘটনা ঘটে।
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ি ও ইসলামপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক হাবিবুর রহমানের।
মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান, শ্যামেরপাড়া গ্রামের আলিমুদ্দিন মন্ডলের ছেলে হাবিবুর রহমান ক্ষেতে ধান কাটছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর উপজেলার দক্ষিণ চিনাডুলী গ্রামে বজ্রপাতে বকুল মিয়া(৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে যমুনার চরে গরুর জন্য ঘাস কাটতে  গিয়েছিল বকুল। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ওবায়দুল হক(২৭), হাসেম মোল্লা (১৭) ও রফিকুল ইসলাম (৩৩) ।
নিহত ওবায়দুল হক মুসারচর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। হাসেম মোল্লা ওই এলাকার কামাল মোল্লার ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে।

আজ সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামে এ ঘটনা ঘটে।

জামপুর ইউনিয়ন চেয়ারম্যান হামীম শিকদার শিপলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে মো. মতিন শেখ (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মতিন শেখ ওই গ্রামের মতি শেখের ছেলে।
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শামসুল হক উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে।
রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
তিনি ওই ইউনিয়নের নওপাড়া গ্রামের আরজ উদ্দিনের ছেলে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতে অজ্ঞাতপরিচয় (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার পল্টুনঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ বিষয়টি নিশ্চিত করেন।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ৩টি গরুও ঘটনাস্থলেই মারা যায়।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
তমিজ উদ্দিন আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে। তিনি ওমান প্রবাসী বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।