নবীনগরে আ’লীগ নেত্রী হত্যা মামলার আসামি গণপিটুনিতে নিহত

ক্রাইমবার্তা রির্পোটঃ   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার হত্যা মামলার আসামি আবু সাঈদ (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।সোমবার দিনগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবু সাঈদ ওরফে ‘সাইদ্দা চোরা’ জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহাম্মেদজানান, চুরির উদ্দেশ্যে লাউর ফতেহপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে ঢুকে সাঈদ। ওই পরিবারের একজন নারী সদস্য তার উপস্থিতি টের পেলে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশিরা ছুটে এসে সাঈদকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত সাঈদের বিরুদ্ধে স্বপ্না হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রামে একটি গণধর্ষণের মামলা রয়েছে। স্বপ্না হত্যা মামলায় গত বছরের ২৫ নভেম্বর তাকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করেছিল নবীনগর থানার পুলিশ।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।