জি,এম মিঠন, যথাযোগ্য মর্যাদায় নওগাঁ আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ- ২৬৫০/০৯) এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয় শহরের টিএন্ডটি গেটে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাশিদুল হক, সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনের মৃত শ্রমিক ৫ জনের পরিবারকে ৩০ হাজার টাকা করে ১ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা ও কন্যাদায়গ্রস্থ ২১ পরিবারকে ১২ হাজার টাকা করে আর্থিক্য সহায়তা প্রদান করা হয়।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …