নিজস্ব প্রতিনিধি ঢাকা: অবশেষে ইসলামী ব্যাংক ছেড়ে দিলো ব্যাংকটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী নিজেদের হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।
মালিকানা পরিবর্তনকে কেন্দ্র করে গত বছর বিদেশি উদ্যোক্তারা শেয়ার তুলে নিয়ে চলে যাওয়ার পর এবার ইসলামী ব্যাংকের শেয়ার তুলে নিলো ইবনে সিনা ট্রাস্ট।
ডিএসই জানিয়েছে, ইবনে সিনা ট্রাস্ট ইসলামী ব্যাংকের তিন কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
গত সপ্তাহে এই শেয়ার আগামী ৩০ কার্য দিবসের মধ্যে বিদ্যমান বাজার দরে বিক্রির ঘোষণা দেয় কোম্পানিটি। কিন্তু এক সপ্তাহের মাথায় তা সম্পন্ন হলো।
জানা গেছে, ইবনে সিনা ট্রাস্টের ইসলামী ব্যাংকে যে শেয়ার ছিল, তা ব্যাংকটির মোট শেয়ারের দুই শতাংশের ওপরে।
সাম্প্রতিক সময়ে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় এই ব্যাংকটির ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান সাবেক সচিব আরাস্তু খান পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রফেসর মো. নাজমুল হাসান।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …