ইউএনওর গাড়ির ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত! দুই লাখ টাকায় নিষ্পত্তি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনা পৌনে দুই লাখ টাকা ‘ক্ষতিপূরণ’ দিয়ে আপসে নিষ্পত্তি হয়েছে! সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের বিজিবি ব্যাটালিয়ন কোয়ার্টারের সামনের রাস্তায় ইউএনওর গাড়ির সঙ্গে ছাত্রলীগ নেতা রুহুল আমীন হৃদয়ের (২৩) মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর আহত হাপতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রুহুল আমীন কলেজ ছাত্রলীগ নেতা। তিনি শহরের হাছননগর শান্তিবাগ আবাসিকের মো. শাহজামালের ছেলে। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর ইউএনও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে নিহত হৃদয়ের স্বজন ও ছাত্রলীগ এ নিয়ে সোচ্চার হয়। পরে এ বিষয়ে আপসের উদ্যোগ নেন পৌর মেয়র নাদের বখত। মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় অনুষ্ঠিত বৈঠকে চালকের পক্ষে নিহতের পরিবারের কাছে ক্ষমা চান ইউএনও প্রদীপ কুমার সিংহ। তিনি বলেন, ‘ভারি বর্ষণের মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছেলেটি দুর্ঘটনার শিকার হয়ে সড়কে পড়েছিল। ওই সময় আমিও এ পথে যাচ্ছিলাম। ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নামি। ছেলেটি মাথায় আঘাত পায়।’

Check Also

আওয়ামী লীগ নেতা কমীদের নিয়ে ডিবি ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক সাবেক ছাত্রদল নেতা মুকুলের সেমাই চিনি বিতরণ

ক্রাইমবাতা রিপোট, ধুলিহর:বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক,ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।