যশোর প্রতিনিধি: মণিরামপুরে আব্দুল কাদের সরদার নামের ১১৫ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনরা।
শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার রোহিতা গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।
আব্দুল কাদের ওই গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে। এই ঘটনায় নিহতের ছেলে আবুল হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়।
জীবনের শেষপ্রান্তে এসে কেনো আব্দুল কাদেরের এই আত্মহত্যা, তার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে, পুলিশ ও স্বজনদের দাবি, অতিরিক্ত বয়স হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
থানার মামলা সূত্রে জানা যায়, আব্দুল কাদের বহুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল দশটার দিকে তিনি বাড়ির পাশের একটি বাগানে আতা গাছের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে স্বজনরা তার লাশ নামিয়ে আনেন।
মণিরামপুর থানার এসআই তোবারক আলী বলেন, ‘খবর পেয়ে বিকেলে আমি ঘটনাস্থলে গিয়েছি। স্বজনদের দাবি, সকাল সাড়ে নয়টার দিকেও আব্দুল কাদের বাড়ির লোকজনের সাথে কথা বলেছেন, খাবার খেয়েছেন। এরপর তিনি আতা গাছের সাথে রশি জড়িয়ে গলাশ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে, বয়স বেশি হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এই কাজ করেছেন।’
স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। #
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …