নির্বাচনে আওয়ামীলীগের কোন বিকল্প নেই-যশোরে যুবলীগ চেয়ারম্যান

তরিকুল ইসলাম তারেক, যশোর: নির্বাচনে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু মেট্রো রেল সহ অন্যান্য মেগা প্রকল্পগুলি বাস্তবায়ন সম্ভব হবে। অপরদিকে বিএনপি ক্ষমতায় এলে এ সকল কার্যক্রম বন্ধ করে দেবে। তারেক মামুন গং পদ্মা সেতুকে টাকা বানানোর মেশিন বানাবে। নতুন টেন্ডারের নামে শুরু হবে হরিলুট। সারাদেশের উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
শুক্রবার যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার লক্ষে যশোর জেলা যুবলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন ,আওয়ামীলীগ আবার ক্ষমতায় এলে বাংলাদেশের দূর্নীতি সহনীয় মাত্রায় কমবে। বাংলাদেশ হবে ক্রিকেট বিশ্বে চ্যাম্পিয়ন,বিএনপি জামাত ক্ষমতায় এলে দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ক্রিকেটে ঢুকবে রাজনীতি।
এছাড়া তিনি আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আজ সারা বিশ্বে প্রশংসিত। ধর্মীয় সংখ্যালঘুরা আজ এদেশে বাস করছে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে। বিএনপি জামাত ক্ষমতায় এলে আবার বাংলা ভাই,জেএমবি দের মতো জঙ্গি আসবে। সংখ্যালঘুরা নিপীড়িত হবে। নৌকা মার্কায় ভোট দেয়ার এমন ১১১টি কারণ আছে। অন্যদিকে বিএনপিকে ভোট দেয়ার পক্ষে একটি কারণ ও নেই। তাই বাংলাদেশকে উন্নত,সুখী ও আধুনিক রাষ্ট্র হিসেবে গোড়ে তোলার পক্ষে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা যুবলীগের নেতৃবৃন্দ।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।