মোস্তফা কামাল : শ্যামনগরে ২০১৮ সালে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় ১২৫ জন ছাত্রছাত্রী এ+ পেয়েছে। এস.এস.সি পরীক্ষায় ৮৪.৮২% ও দাখিল পরীক্ষায়-৮৯.৯৪% পাশ করেছে। শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এস.এস.সি পরীক্ষায় এ+ ১০৮, এ ৬১৬, এÑ ৫৫২, বি ৫৯১, সি ৩৯৬, ডি ৪ সহ মোট ২২৮৪ জন ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৪.৮২%। অপর দিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ+ ১৭, এ ৫৫৭, এÑ ৩১৬, বি ৮৬, সি ১৬ সহ মোট ৯৯২ জন ছাত্র ছাত্রী পাশ করেছে। পাশের হার ৮৯.৯৪%। শ্যামনগরে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় শ্যামনগরে মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসায় এ ধরনের ভাল ফলাফল করতে সাফল্য অর্জন করেছে মর্মে সুশীল সমাজ জানিয়েছেন।
নকিপুর সরকারী এইচ.সি পাইলট মডেল স্কুলের সাফল্য
মোস্তফা কামাল ঃ শ্যামনগরে মাধ্যমিক পর্যায়ে একমাত্র সরকারী স্কুল নকিপুর সরকারী এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষায় ব্যাপক সাফল্য লাভ করেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান জানান, এস.এস.সি পরীক্ষায় এ+ ২১, এ ৩৬, এÑ ২৪, বি ২৭, সি ১৪, ডি ১ সহ মোট ১২৩ জন ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৭.২৪%। বিদ্যালয়টির ফলাফল সন্তোষজনক হওয়ায় ম্যানেজিং কমিটি, সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জ্ঞাপন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়েছে।