সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য পোষ্ট করায় আশরাফ আলীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমি গাজী আশরাফ আলী, পিতা মৃত আব্দুর রহিম গাজী, গ্রাম তৈলকুপি থানা পাটকেলঘাটা জেলা সাতক্ষীরা। আমি শৈশব থেকে লেখা পড়া এবং চাকরির জন্য দীর্ঘজীবন জেলার বাইরে অতিবাহিত করেছি।চাকরি জীবন শেষ করে  এক বছর আগে আমি এলাকায় এসেছি। এলাকার এসে মানুষের কল্যানের জন্য নিজস্ব জায়গায় নিজ অর্থায়নে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও পিতা মাতার নামে রাবেয়া রহিম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। এই দুইটি প্রতিষ্ঠান আমি নিজের অর্থ দিয়ে পরিচালনা করে আসছি। সেখান থেকে গরিব অসহায় মানুষদের ঔষধসহ বিনামূল্যে চিকিৎসা পত্র প্রদান করা হয়। সাতক্ষীরা প্রবীন আবাসন কেন্দ্রের (ব্রদ্ধাশ্রম) কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি। অথচ গত ৬ ই মে পাটকেলাঘাটা তালার  রিপন সরদার তার ফেসবুক আইডিতে আমার নাম দিয়ে আরশাফ আলীর প্রতারণার ফাদে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার লিখে যে পোষ্ট দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসল ঘটনা হলো রিপন সরদার কিছুদিন পূর্বে আমার নিকট ৫০ হাজার টাকা ধার চাইলে ১৫ হাজার টাকা প্রদান করি। সে টাকা থেকে পাঁচ হাজার টাকা আজও আমাকে ফেরত দেয়নি। টাকা ফেরত চাইলে টাকা দেবে না বলে অস্বিকার করে। টাকা চাওয়াকে কেন্দ্র তার সাথে কয়েকবার মনো মালিন্য হয়েছে। সেই কারনে সে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য তার ফেসবুক আইডিতে পোষ্ট করেছে। সে উল্লেখ করেছে সাইনবোড উঠিয়ে দিয়েছি অথচ এখনও সেখানে সাইনর্বেড আছে।

অথচ রিপন সরদার তার আইডিতে উল্লেখ করেছেন অন্যের দখলে থাকা অফিসটি দলীয় লোকদের মাধ্যমে উদ্ধার করে সাইন বোড উঠিয়ে দিয়ে এখন ধান চালের ব্যবসা করছি। সেখানে এক সাথে আমাদের তিনটি দোকান তার মধ্যে ১টিতে অফিস আছে। সেই অফিসের এক পাশে আমি নিজের ধান রেখেছি। তাছাড়া দোকার ঘর কখনও অন্যের দখলে থাকার প্রশ্নই আসে না। আমার প্রতিষ্ঠানে আমি ধান রাখলে রিপন সরদার উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা তথ্য পোষ্ট করেছে। তাছাড়া হাটাজারী মাদ্রাসায় লেখা পড়া ও শিক্ষাকতা করি নাই। আর পাটকেলঘাটা মাদ্রাসায় হিসাবকে কেন্দ্র করে কোন কিছুই ঘটেনি। আমি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। যা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে জানলে পাওয়া যাবে। এবং আমার মাধ্যমে এলাকার কোন মানুষ হয়রানী বা প্রতারণার স্বিকার হয়নি। এবং আমার খালাতো ভাই ডিআইজি আব্দুল আলিমের নাম ব্যবহার করে কখনও ক্ষমতার প্রভাব দেখায়নি। যা প্রশাসন এবং এলাকার মানুষের কাছে জানলে পাওয়া যাবে। আমি রিপন সরদারের এ মিথ্যা ভিত্তিহীন পোষ্টটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তি।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।