যশোর প্রতিনিধি: রোববার রাতে যশোর শহরের ‘মদপট্টিতে’ দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে ছয় শতাধিক লিটার চোলাই মদ উদ্ধার ও ৮৫ জন আটক হয়েছেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত শহরের হাটখোলা রোড ও বাবুবাজার এলাকায় অভিযান চালানো হয়। দীর্ঘ এই অভিযানে আটক করা হয় ৮৫ জনকে। এরা মদ বিক্রেতা ও সেবী। উদ্ধার করা হয় ৬০০ লিটারেরও বেশি চোলাই মদ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় মামলা করা হচ্ছে বলে জানান মেজর জিয়া।
র্যাবের এই অভিযানে মেজর জিয়া ছাড়াও এএসপি সোহেল পারভেজসহ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
যশোর শহরের কেন্দ্রস্থলে হাটখোলা রোড ও বাবুবাজারের অবস্থান। কোতয়ালী থানার গা-ঘেঁষে পতিতালয়-সংলগ্ন এলাকায় যুগের পর যুগ বাংলা ও চোলাই মদের কারবার হয়ে আসছে। #
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …