নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন
নাটোর সংবাদদাতা
নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে নাটোর সিভিল সার্জন অফিস ও বেসরকারী সংস্থা লাসটারের যৌথ আয়োজনে সকালে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে হাসপাতালের ডাঃ নূরুল হক মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম, বেসরকারী সংস্থা লাসটারের নির্বাহী পরিচালক মোঃ হাসানুজ্জামান এবং সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আমিনুল ইসলাম লিপন। এর আগে “বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত র্যালীতে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান অংশ নেন।
নাটোর সংবাদদাতা
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রশিদ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আবুল মুন্সির ছেলে এবং নাটোরের দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রশিদ নাটোরের দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে বিদ্যুৎ লাইনের মিস্ত্রি হিসেবে কাজ করত। মঙ্গলবার সে শহরের আলাইপুর এলাকায় নির্মাণাধীন জেলা পরিষদ ভবনে বিদ্যুৎ লাইনের কাজ করতে আসে। কাজ করার সময় অসাবধানতা বশতঃ সে বিদ্যুতায়িত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।