মো.অহিদ সাইফুল;ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকমর্তা মোঃ আতাহার মিয়া সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারি পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহামুদ হাসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ ।
রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে শিয়ালাদাহের প্রভাব শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডঃ কামরুন্নেছা আজাদ। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করেছে।
অপরদিকে কবি কামিনি রায় ও জীবনান্দ দাস সৃতি সংরক্ষন আন্দোলন পরিষোধ সংগঠনের আয়েজনে কেক কাটা হয়। স্থানীয় টাউন হলে বেলা ১২ টায় সংগঠনের নেতাকর্মিরা এ আয়েজন করেন।