তালায় নবাগত ওসি হিসাবে যোগদান করেছেন মেহদী রাসেল,তিনি দীর্ঘ দিন যাবত নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন তিনি নড়াইল সদর থানায় থাকা কালীন সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।এছাড়া নড়াইল থাকাকালীন অবস্তায় তিনি তার এলাকায় মাদক,সন্ত্রাস সহ যাবতীয় অন্যায় অত্যাচার কঠোর হাতে দমন করেন,তালায় থানায় বিদায়ী ওসি হিসাবে হাসান হাফিজুরের কাছ থেকে মঙ্গলবার দায়িত্ব বুজে নেন,ওসি মেহেদী রাসেল যশোর জেলার বাঘারপাড়া উপজেলার একটি সমভ্রান্ত ঘরের সন্তান, উল্লেখ্য তালা থানার বিদায়ী ওসি হাসান হাফিজুর রহমান দীর্ঘ দিন যাবত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন এবং নতুন ওসি হিসাবে তিনিও সুনামের সহিত দায়িত্ব পালন করবেন বলে তালা বাসি মনে করেন।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …