সাতক্ষীরা প্রতিনিধি : অর্থমন্ত্রী বিড়ি শিল্প বন্ধে সময় বেঁধে দিয়েছেন তিন বছর। আর সিগারেট বন্ধের সময় দিয়েছেন ২২ বছর। এ ব্যাপারে মন্ত্রী বিভিন্ন মন্ত্রনালয়ে চিঠিও পাঠিয়েছেন।
অর্থমন্ত্রীর এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানিয়ে জেলা বিড়ি ভোক্তা পক্ষ ও শ্রমিক ফেডারেশন প্রধানমন্ত্রী বরাবর বুধবার একটি স্মারক লিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে তারা বিড়ি শিল্পের ওপর কর আরোপ না করার দাবি জানিয়েছেন।
বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছেন তারা। এ সময় তারা বলেন মন্ত্রীর বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে বিড়ি শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আগামি নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বলে জানান তারা। তারা আরও বলেন সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএটিবিতে খুব কম সংখ্যক শ্রমিক জড়িত। উপরন্তু তারা কোটি কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে। অপরদিকে বিড়ি শিল্পের সাথে জড়িত লাখ লাখ মানুষ।
এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে অবিলম্বে মন্ত্রীর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিড়ি ভোক্তা পক্ষের মো. ইসমাইল হোসেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …