বেনাপোলে প্রতিনিধি :যশোরের শার্শা থানার বাগআঁচড়ার সাতমাই গরুর হাট (খাটাল) থেকে মঙ্গলবার রাত ১২ টার সময় ১০টি জেব্রা উদ্ধার করেছে ডিবি পুলিশ।তবে এরমধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে।আর একটি গুরুত্বর অসুস্থ্য।জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় জেব্রা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি ডিবি পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শার সাতমাইল গরু হাটের(খাটালের) গোয়ালে সাদা-কালো ডোরা কাটার ১০টি জেব্রা বাঁধা ছিল।
এর মধ্যে একটি জেব্রার মৃত্যুতে
বাকি গুলো চিৎকার ও আর্তনাদ শুরু করলে স্থানীয় লোকজন জেনে যায়।পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে যশোর জেলা গোয়েন্দার (ডিবি) পুলিশ।
জেব্রাগুলো বর্তমানে শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।তবে জেব্রাগুলোর মালিক এখন ও খুঁজে পাওয়া যায়নি।এ ব্যাপারে শার্শা থানায় যশোর ডিবি পুলিশের এস আই মোরাদ হোসেন বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ এবং ৪/৫ জনের অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করেছেন।মামলা নং ১২, ৯মে – ২০১৮।
ডিবির ওসি জিয়াউর রহমান বলেন, জেব্রাগুলো ঢাকা থেকে কার্টুনে ভর্তি করে আনা হয়েছিল। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
জেব্রাগুলো ভারতে পাচারের জন্য যশোরের শার্শার বাগ আচঁড়ার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৯ মে) দুপুরে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি জিয়াউর রহমান।