ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এম.ফিল ও পি-এইচ.ডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এ বছর এম.ফিল কোর্সে ৫৩ জন আবেদনকারীর মধ্যে ৪৩ জন এবং পি-এইচ.ডি প্রোগ্রামে ৬৭ জন আবেদনকারীর মধ্যে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, ডিনবৃন্দ এবং সিনিয়র শিক্ষকবৃন্দ পরীক্ষা-কক্ষসমূহ পরিদর্শন করেন।
ইবি কনজুমার ইয়ুথের বার্ষিক ভোজ অনুষ্ঠিত
ইবি সংবাদদাতা-
ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় র্যামে সংগঠনটির কার্য নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে এ ভোজ অনুষ্ঠিত হয়।
কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি ইমরান শুভ্র‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মেহের আলী, সহযোগী অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান, সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ তবিবুর রহমান আকাশ প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম-সম্পাদক ইরফান মাহমুদ রান।
অনুষ্ঠানে সংগঠনির এক বছরের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উপদেষ্টা মন্ডলী পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা পর্ব শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সদস্য সংগ্রহ সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।