ফিরোজ: ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের কনসালটেন্ট ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় হাসপাতাল কনসালটেন্ট চত্ত্বরে প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও ইসলামী ফাউন্ডেনের মহাপরিচালক সামিম মোহাম্মদ আফজাল। এসময় তিনি বলেন দেশকে এগিয়ে নিতে হলে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক একটি বৃহত প্রতিষ্ঠান। সারা দেশে এর শাখা রয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্ঠি হচ্ছে। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করতে ব্যাংক ফাউন্ডেশন ভুমিকা রাখছে। এসময় তিনি ইসলামী হাসপাতাল সাতক্ষীরার ষ্টাফদের কম বেতন দেখে দুঃখ্য প্রকাশ করে বলেন এত কম বেতনে কিভাবে চাকরি করে লোকজন। এসময় বক্তব্য রাখেন ইসলমামী ব্যাংক ফাউন্ডেশনের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আফতাবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রমাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল হোসাইন শিমুল, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা.রহিমা খাতুন, মেডিকেল অফিসার মেরিনা ইসলাম নিশি, মিজানুর রহমান তানভীর, মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, ফিরোজ হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …