পাটকেলঘাটা প্রতিনিধি: সদ্য চালু হওয়া অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরাপ্রেস ডট কম এর অস্থায়ী কার্যালয় পাটকেলঘাটায় এক সভা অুষ্ঠিত হয়েছে।
পত্রিকার সম্পাদক গাজী আশরাফ আলী এতে সভাপতিত্বে করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রকাশক ও আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মো: হাসানুর রহমান । আরও উপস্থিতি ছিলেন আমাদের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মুক্ত সাধীন পত্রিকার বার্তা সম্পাদক মো:আক্তারুজ্জামান(আক্তারুল), মুক্ত সাধীন পত্রিকার বিশেষ প্রতিনিধি হাসান গফুর, বিবিসি ৭১ এর তালা উপজেলা ও আনন্দ টিভির ক্যামেরাম্যান শেখ আলামিন হোসেন,সংযোগ বাংলাদেশের বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান, বিবিসি ৭১ এর পাটকেলঘাটা প্রতিনিধি ইব্রাহিম মোড়ল। এসময় পত্রিকার আঞ্চলিক কার্যালয় নেওয়া সহ পত্রিকাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।