ক্রাইমবার্তারিপোট:: ঝাউডাঙ্গা কলেজের নব-নির্মিত চতুর্থ তলা ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০১৮ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের সদরের ঝাউডাঙ্গা কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশের ব্যপক উন্নয়ন দেখে অনেকে ভাবেন কীভাবে দেশের এতো উন্নয়ন হচ্ছে। দেশের মানুষ আজ উন্নয়ন দেখে অভিভুত কারণ আগে উন্নত দেশের মানুষ আমাদের দেশকে তলাবিহিন ঝুড়ি মনে করতো। এখন আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ। এখন আমাদের দেশকে কেউ ছোট করে দেখতে পারেনা সমালোচনাও করতে পারেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় স্বপ্ন দেখতেন কী করলে আমাদের দেশের মানুষ সুখে-শান্তিতে থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু এদেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় তারই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও নিরলস কাজ করে যাচ্ছেন। এমপি রবি বলেন, বিএনপি শাসনামলে সারা বাংলাদেশ সন্ত্রাস দুর্নীতিবাজের রাম রাজত্ব কায়েম হতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকে সুখে থাকে। আজ দেশের মানুষ শান্তিতে আছে সুখে আছে। এমপি রবি আরো বলেন, আজ সময় এসেছে আপনাদের সিদ্ধার্ন্ত নেওয়ার কোন সরকারের সময় আপনাদের জীবন মান উন্নয়ন হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন যারা দেশকে পিছিয়ে নিতে চায় তারা ষড়যন্ত্র করে পদ্মা সেতু নির্মানে বাঁধা দিয়েছিলো। তারা মনে করেছিলো বিদেশীরা সাহায্য না করলে পদ্মা সেতু হবে না কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা তাদের সে ষড়যন্ত্রকে নস্যাত করে দিয়ে আজ তা বাস্তবায়ন করছেন। এটা সম্ভব হয়েছে শুধু মাত্র জননেত্রী শেখ হাসিনার আত্ম বিশ্বাসের কারণে। কারণ তিনি দুর্নীতি করেন না এবং দুর্নীতি সহ্য করেন না। তাই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে থাকে। তিনি জনগনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এবং আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আবোরে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, ঝাউডাঙ্গা কলেজের বিদ্যুৎসায়ী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, সাবেক ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান সরদার মজিদ, রফিকুল ইসলাম, সাংবাদিক ইয়ারব হোসেন, ঠিকাদার শহীদুল হক রাজু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. আবু জাযেদ বিন গফুর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ঝাউডাঙ্গা কলেজের বিদ্যমান দোতলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত (৩য় ও ৪র্থ তলা) একাডেমিক ভবন তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণকৃত ভবনের ফলক উণে¥াচন করেন অতিথিবৃন্দ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০১৮ এর পুরস্কার বিতরণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হাসান মাহমুদ রানা।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …