নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিম প্রাণী সম্পদ উন্নয়ন প্রল্পের অধীনে ২৫ জন গাভী পালনকারী খামারীর দুই দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি হয়েছে।
রোববার (১৩ মে) দুপুরে সদর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে শনিবার শুরু হওয়া দুইদিন ব্যাপী এ খামারী প্রশিক্ষণটি শেষ হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাস। এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ সহকারী মো. আফসার আলী।
এ সময়, প্রধান অতিথি বলেন কৃত্রিম ব্রিডিং পলিছি অতি শিগ্রই তৈরি হবে যাহা প্রাণী সম্পদ উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে।