ক্রাইমবার্তারিপোট: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, এডিএম অনিন্দিতা রায়, ৩৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, পিপি এড. ওসমান গণি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন (২), জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর মুল্য বৃদ্ধির বিরুদ্ধে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক এবিএম মামুন হত্যা মামলার বিচার দ্রুত অগ্রগতি করা প্রসঙ্গে, মিথ্যা মামলা ও মামলার হয়রানী রোধে ২০ পিচের নিচে ইয়ারা ধরা পড়লে, ১০০ গ্রামের নিচে গাজা ধরা পড়লে এবং ১০ বোতলের নিচে ফেনসিডিল ধরা পড়লে মামলা না নিয়ে মোবাইল কোর্ট করা, অপ্রয়োজনে অহেতুক যত্র তত্র মানববন্ধন ও সংবাদ সম্মেলন বন্ধ প্রসঙ্গে ব্যবস্থা গ্রহন, রমজানে নিরাবিচ্ছর্ন্ন বিদ্যুৎ সেবা, আকাশে মেঘ দেখলে ও হালকা ঝড় হলেই বিদ্যুৎ বন্ধ না করা প্রসঙ্গে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শহরে যানজট নিরসনে পাকাপোলের মোড়ে দুই পাশে ও তুফান কোম্পানী মোড় সংলগ্ন ব্রিজের পাশে ট্রাফিক পুলিশ দেওয়া প্রসঙ্গ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী এপ্রিল মাসে মামলা হয়েছে ২শ’৩৩টি এবং মার্চ ২০১৮ মাসে মোট মামলা হয়েছে ২শ’ ১৩টি মামলা হয়েছে। এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …