ক্রাইমবার্তারিপোট: : বিশ্মা মা দিবস-২০১৮ উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালনা পরিষদের সহ-সভাপতি এড. এস.এম হায়দার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য শেখ আজিজুল হক, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, দাতা সদস্য মীর মাসুদ আলী, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল প্রমুখ। এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়। এসময় মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …