২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে বেতনা নদীর উপর ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ক্রাইমবার্তারিপোট:   সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের রাজনগরে বেতনা নদীর উপর নব-নির্মিত ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে রাজনগর বাজারে সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘আমি কথায় না কাজে বিশ^াসী। জামাত শিবিরের মদদদাতা দলের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী দলকে শক্তিশালী করা বাদ দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করাই তাদের মুল লক্ষ্য। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমি জনগণের সেবক হিসেবে আমার নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছি। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি বিশ^াস করি জননেত্রী শেখ হাসিনা আবারো আমাকে দলীয় মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দেবেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, লাবসা ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য হোসনে আরা, মাসুদা খাতুন ও সুফিয়া খাতুন প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭র লক্ষ টাকা ব্যয়ে কদমতলা বাজার-রাজনগর বাজার হইতে লাবসা ইউপি অফিস সড়কে বেতনা নদীর উপর ৫৯১০ মিঃ চেইন ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বহু আকাঙ্খিত ঐ এলাকার মানুষের প্রাণের দাবী ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় ঐ এলাকার মানুষের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।