নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা হাফেজ পরিষদের উদ্যোগে সাতক্ষীরা আহছানিয়া মিশন কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা হফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন,‘পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানব আত্মাকে পরিশুদ্ধ করা যায়। পবিত্র মাহে রমজানে নিত্য পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা, ভেজাল মুক্ত রাখা, পবিত্র মাহে রমজান মাসে হোটেল রেস্তোরা পর্দা দেওয়া, সিনেমা হল বন্ধ রাখা, অশ্লীল পোষ্টার না টাঙ্গানো, রাস্তা-ঘাটে প্রকাশ্যে ধুমপান বন্ধ রাখাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন বক্তারা।’ রমজান মাসে ধনী গরিব ভেদাভেদ দুর হয়। এজন্য রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।’ এসময় উপস্থিত ছিলেন সৈয়দ নাজমুল হক বকুল, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আজিজুল হক, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আবুল হোসেন, জেলা হাফেজ পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শেখ কামরুল ইসলাম, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমীন, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ মোক্তার হোসেন, হাফেজ আবুল বাশার, হাফেজ মাহবুব, হাফেজ কোহিনুর, হাফেজ ওয়াহিদুজ্জামান, হাফেজ আব্দুর রকিব, হাফেজ ইব্রাহিম খলিল, হাফেজ হাবিবুল্লাহ প্রমুখ। র্যালি শেষে দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমীন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …