সাতক্ষীরা সংবাদদাতাঃ : সাতক্ষীরা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বসুতিপাড়া এলাকায় ইটের সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বদ্দীপুর কলোনীর বসুতিপাড়া এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা। ২০১৭-১৮ অর্থবছরে এডিপির অর্থায়নে ৫৫ হাজার টাকা ব্যয়ে পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বদ্দীপুর কলোনীর বসুতিপাড়া এলাকায় পাঁকা রাস্তার মুখ নছিরউদ্দিনের বাড়ি হতে আব্দুল আলিমের বাড়ি পর্যন্ত ১শ’৮০ ফিট ইটের সলিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় ইটের সলিং রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এস.ও সাগর দেবনাথ, ঠিকাদার প্রতিষ্ঠানের সহকারি আসাদুজ্জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবসীর দীর্ঘদিনের চাওয়া পুরণ হওয়ায় এসময় এলাকাবাসীর মাঝে উচ্ছাস লক্ষ্য করা যায়। এসময় অসংখ্য নারী-পুরুষ রাস্তাটি ইটের সলিং হওয়ায় পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরাকে মন খুলে দোয়া করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …