ডেস্ক রিপোর্ট: “অগ্রযাত্রায় বাংলাদেশ, মহাকাশে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু স্যাটালাইট-১ উৎক্ষেপনের সাফল্যে সারাদেশের মত মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা স্টেডিয়ামে আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগেসাতক্ষীরা স্টেডিয়ামে আয়োজন করা হয় এ আতশবাজি প্রদর্শনী। এদিন সন্ধ্যায় সাতক্ষীরা স্টেডিয়ামের আকাশে শুরু হয় বিভিন্ন রঙের আতশবাজির প্রদর্শনী। মনোমুগ্ধকর এ প্রদর্শনী দেখে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে সাতক্ষীরা শহরবাসী।
সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত আতশবাজী উৎসব উপভোগ করতে সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমীন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান, ৩৩ বিজিবি অধিনায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তালুকদার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার (সদর সার্কেল), সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, এনডিসি মোশারেফ হোসাইন, বিআর টিএ’র সহকারী পরিচালক তানভির আহমেদ চৌধুরী প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …