হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর জনপ্রিয় একক বীমার আয়োজনে বুধবার (১৭ মে) বেলা ১১ টায় কালিগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মেয়াদ উত্তীর্ণদের চেক বিতরণ। জনপ্রিয় একক বীমার জি এম (উঃ) শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম। পপুলারের জনপ্রিয় একক বীমার কালিগঞ্জ ম্যানেজার এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খাঁন ময়নুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ অন-লাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে ১২ জন গ্রাহকের মাঝে দশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …