ক্রাইমবার্তা রিপোট : সারা বিশ্বের মুসলমানদের জন্য শুরু হচ্ছে রজমান মাস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় ভোগবিলাস থেকে বিরত থাকাই হলো রোজা। ইসলামের বিধান অনুসারে প্রত্যেক মুসলমানের ওপর রোজা রাখা ফরজ।
দীর্ঘ এক মাস রোজা রাখতে যাওয়া ইসলাম ধর্মের অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
ভারতের সাবেক এই অধিনায়ক সোশ্যাল মিডিয়া তথা নিজের অফিসিয়াল টুইটারে সবার সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করেছেন তারকা এই ক্রিকেটার।
ক্রিকেট ইতিহাসের শচীনই একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট এবং ওয়ানডেতে একশতটি সেঞ্চুরি হাঁকান। যে কারণে তাকে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি দেয়া হয়।