অভয়নগর পাইলট স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি (অভয়নগর) অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে গতকাল সকাল ১০ টা হইতে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবক সদস্য পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ২টি প্যানেলে মোট ১০ জন প্রতিদ্বন্দিতা করে। মোট ভোটার সংখ্যা ২১৭ জন। কাস্টিং ভোটের সংখ্যা ১৮৫ টি। গণনা শেষে তাপস দাস ১২৬ ভোট,ভজহরি বর্মণ ১১৬ ভোট, এরশাদ আলী মোল্যা ১০৯ ভোট, মাসুদুর রহমান বাবু ৯৯ ভোট এবং সংরক্ষিত মহিলা অভিভাবক হিসাবে মরিয়ম বেগম ১১৮ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করা হয়।এর আগে শিক্ষক প্রতিনিধি হিসাবে জালাল উদ্দিন, তুষার কান্তি এবং সুপর্ণা বিশ্বাস নির্বাচিত হন। আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্যদের সমর্থনে সভাপতি নির্বাচিত হবে বলে প্রিজাইডিং অফিসার এ প্রতিবেদককে জানান।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।