ক্রাইমবার্তা রিপোট : ঢাকা: বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো আর সুষ্ঠু হবে উল্লেখ করে এই কমিশনকে ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংসাবদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খুলনায় অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে যে আর কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না খুলনায় সেটা প্রমাণিত হয়েছে। তাই এই কমিশন ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …