রমজানে জেলা পুলিশের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এসপি সাজ্জাদুর রহমান

নিজস্ব প্রতিনিধি: মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) কাজী মঈন আলী, সদর সার্কেল মেরিনা আক্তার, তালা সার্কেল আতিকুল হক, ডিবি ওসি আলী আহম্মেদ হাশেমী, ওসি সদর মারুফ আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি বলেন, রমজান মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধ মুলক কর্মকান্ড যাতে করতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলার পৌরসভা, সদর উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলা গুলোতেও চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বলায় থাকবে। মুসলমানদের বড় ধমীয় উৎসব ঈদুল ফিতরে অনেক মানুষ নাড়ির টানে বাড়িতে ফেরে।ঈদে ঘরে ফেরা মানুষের চলাচল নিবিঘœ করতে জেলা পুলিশের চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গভীর রাতে সাতক্ষীরায় পৌছাতে বাসগুলোর যাত্রীদের দুর্ঘটনার এড়াতে সকালের আগে কাউন্টার থেকে বের হতে দেওয়া হবে না। খুবই গুরুত্বপূর্ণ হলে পুলিশী পাহারায় তাদের পৌছে দেওয়া হবে। পবিত্র রমজান মাসে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশ সর্বক্ষণ প্রস্তুত থাকবে। রমজান ও ঈদকে সামনে রেখে কতিপয় অসাধূ ব্যবসায়ী অধিক মুনাফা লাভের জন্য যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে পারে সে বিষয়ও নজরদারী করা হবে। জেলার পোষাকধারী পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক শাখা ও জেলা বিশেষ শাখার সাদা পোষাকের পুলিশ সদস্য সার্বক্ষণিক মনিটরিং করা হবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এছাড়া দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক মমতাজ আমমেদ বাপী, রামকৃষ্ণ চক্রবর্তী, অসিম বরণ চক্রবর্তী, সরদার আসাদুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, আহসানুর রহমান রাজিব, বরুণ ব্যানার্জী, এম রফিক, মনিরুল ইসলাম মনিসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।