‘চমৎকার ভোট’ তদন্তে ইসির কমিটি খুলনা যাচ্ছে

ক্রাইমবার্তা রিপোট:ঢাকা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ‘সুন্দর ও চমৎকার ভোট’  দাবি করলেও দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। গঠন করা হয় তদন্ত কমিটি। বাস্তবে কী ধরনের অনিয়ম হয়েছে- তা তদন্ত করতে নির্বাচন কমিশনের (ইসির) তিন সদস্যের একটি কমিটি আগামীকাল সোমবার খুলনায় যাচ্ছে।

রোববার বিকেলে দুজন নির্বাচন কমিশনার ও ইসির কয়েকজন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী বলেন, ‘তিন সদস্যের তদন্ত কমিটি আগামীকাল রওনা দেবে ঢাকা থেকে। আগামী ২২ ও ২৩ মে তদন্ত কমিটির সদস্যরা স্থগিত হওয়া তিনটি ভোটকেন্দ্র সম্পর্কে বিস্তারিত তদন্ত করবেন। এ ছাড়া আরো অনেক বিষয়ে তদন্ত করা হবে। তবে এখুনি তা বলা যাচ্ছে না।’

ইউনুস আলী বলেন, তদন্ত কমিটিতে রয়েছেন ইসির যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান, উপসচিব ফরহাদ হোসেন এবং সিনিয়র সহকারী সচিব শাহ আলম।

নাম না প্রকাশ করার শর্তে ইসির একজন যুগ্ম সচিব বলেন, ‘কেন্দ্রে ঢুকে ব্যালটে অন্যায়ভাবে সিল মারা, জালভোট দেয়া, ভোটারদের ভোট আগেই দেয়া হয়ে যাওয়া, বিএনপির এজেন্টদের বের করে দেয়া, ভোট স্থগিত হয়ে যাওয়াসহ আরো অনেক বিষয়ে তদন্ত করবে ইসির তদন্ত কমিটির প্রতিনিধিদলটি।’

এ ব্যাপারে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়কারী ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন বলেন, তদন্ত কমিটির সদস্যরা খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সামগ্রিক অনিয়ম নিয়ে তদন্ত করবেন। কোথায় কোথায় অনিয়ম হয়েছে তার বিস্তারিত জানবেন।

আবদুল বাতেন আরো বলেন, ‘গণমাধ্যমে কী ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে তার সত্যতা কতটুকু, নির্বাচনে অনিয়মগুলো কারা করেছেন এবং কীভাবে করেছেন এসব কিছুর বিস্তারিত তদন্ত করবেন তারা। এ ছাড়া স্থগিত হয়ে যাওয়া ভোটকেন্দ্র নিয়ে তদন্ত করবে তদন্ত কমিটি।’

এ সব ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘মূলত স্থগিত হয়ে যাওয়া কেন্দ্রগুলোকে তদন্ত কমিটি বেশি প্রধান্য দিবে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেসব বিষয়ে তদন্ত করা হবে পর্যালোচনার করার জন্য। কারা দায়ী বা কীভাবে এসব ঘটল সে সবের তদন্ত করা হবে।’

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘যদি কোনো ভোটকেন্দ্রের ব্যালট পেপারে সিল মারা নিয়ে অনিয়ম হয় এবং তা যদি কাউন্সিলরদের ফলাফল পরিবর্তনের জন্য যথেষ্ট হয় তবে আমরা সেগুলো পুনরায় বিবেচনা করার চেষ্টা করব।’

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।