যশোর প্রতিনিধি: যশোরে কথিত বন্দুকযুদ্ধে নিহতের পরিচয় মিলেছে। তার নাম ডালিম (৩৫)। নিহত ডালিম শহরের শংকরপুর এলাকার মৃত সোহরাবের ছেলে।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানান, যশোরের ছুটিপুর সড়কের রুদ্রপুর গ্রামে দু’দল মাদক বিক্রেতা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে-এমন সংবাদ পেয়ে রোববার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত-পরিচয় মাদক ব্যবসায়ীর (৩৫) লাশ উদ্ধার করা হয়। একইসাথে ঘটনাস্থল থেকে ৪শ’ পিচ ইয়াবা, ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এর আগের রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যশোরের অভয়নগরের তিন মাদক ব্যবসায়ী নিহত হন।
Check Also
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন
আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …