সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সরকারী কলেজে বাংলা বিভাগ অর্নাস চতুর্থ বর্ষের ছাত্রী রেশমা মারা গেছে। মঙ্গলবার সন্ধা ৬টার দিকে সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে মিয়াসাহেবের ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে সে আকর্ষিক ভাবে মৃত্যু বরণ করেন। তার পিতা মো: তফেল পেশায় একজন দিনমজুর। চার ভাই বোনের মধ্যে রেশমা সবার ছোট। দরিদ্রতার কারণে তাকে পর্যাপ্ত চিকিৎসা করানো তার পিতার পক্ষে সম্ভব হয়নি। কঠিন দুরারোগে আক্রান্ত ছিল রেশমা। এর আগে সে কারিমা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে প্রথম , এবং এইসএসসি সাতক্ষীরা আব্দুল গফুর মডেল কলেজ থেকে প্রথম বিভাগে উর্তীর্ণ হন। এর আগে গতবছর ক্যানছারে আক্রান্ত হয়ে তার মা মারা যান। তার কিছু দিন আগে একই রোগে আক্রান্ত রেশমার বড় বোন নাছিমা মারা যান। ধারণা করা হচ্ছে একই রোগে আক্রান্ত হয়ে রেশমাও মারা যান। তারাবির নামাজের পর রেশমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।-
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …