সরকারী কলেজের মেধাবী ছাত্রী রেশমার মৃত্যু: একই ভাবে মা ও বড় বোনের মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সরকারী কলেজে বাংলা বিভাগ অর্নাস চতুর্থ বর্ষের ছাত্রী রেশমা মারা গেছে। মঙ্গলবার সন্ধা ৬টার দিকে সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে মিয়াসাহেবের ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে সে আকর্ষিক ভাবে মৃত্যু বরণ করেন। তার পিতা মো: তফেল পেশায় একজন দিনমজুর। চার ভাই বোনের মধ্যে রেশমা সবার ছোট। দরিদ্রতার কারণে তাকে পর্যাপ্ত চিকিৎসা করানো তার পিতার পক্ষে সম্ভব হয়নি। কঠিন দুরারোগে আক্রান্ত ছিল রেশমা। এর আগে সে কারিমা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে প্রথম , এবং এইসএসসি সাতক্ষীরা আব্দুল গফুর মডেল কলেজ থেকে প্রথম বিভাগে উর্তীর্ণ হন। এর আগে গতবছর ক্যানছারে আক্রান্ত হয়ে তার মা মারা যান। তার কিছু দিন আগে একই রোগে আক্রান্ত রেশমার বড় বোন নাছিমা মারা যান। ধারণা করা হচ্ছে একই রোগে আক্রান্ত হয়ে রেশমাও মারা যান। তারাবির নামাজের পর রেশমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।-

Check Also

খেজুর রস খেতে গিয়ে ফরিদপুরে প্রাণ গেল নারায়ণগঞ্জের ৫ জনের

খেজুরের রস খেতে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর গিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।