শ্যামনগর অফিস:
শ্যামনগরে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের রামদা ও চাইনিজ কুড়ালের আঘাতে পশ্চিম পাতাখালী গ্রামের ৯ ব্যক্তি গুরুত্বর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। ২জনের অবস্থা আশংখাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, শ্যামনগর উপজেলার পশ্চিম পাতাখীল গ্রামের আলহাজ্জ্ব আবুল কাশেমের পুত্র আহসান উল্লাহ গংদের ৪বিঘা জমি প্রতিপক্ষ একই গ্রামের স্বন্ত্রাসী আমানুল্যাহ গং জোর পূর্বক দখল করে রাখে। শনিবার সকাল ৬টায় দিকে আহসান উল্লাহ গং উক্ত জমি দখল করতে গেলে সন্ত্রাসী আমানুল্যাহ গং মৃত মফিজুদ্দীনের পুত্র আবু বক্কার, আমজেদ গাজীর পুত্র বাবলু ও তাজমিনুর সহ ২০-২৫জন রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে বেধড়ক কুপিয়ে আহসান উল্লাহ, ভাই মহিববুল্লাহ, শহিদুল্যাহ ও রজব আলী, নুরুল গাজীর পুত্র আবু সিদ্দিক, ভাই আবু বক্কার, আলহাজ্জ্ব আব্দুল বারীর পুত্র জাহাঙ্গীর কবীর, ভাই সাহানুর, মৃত মাহাতাবের পুত্র শাহাবুদ্দিন গুরুত্বর আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। আহতদের হাত, পা ও মাথা ধারালো অস্ত্রের মারাত্মক কোপ দেখা যাচ্ছে। আবু সিদ্দিক ও মহিবুল্যাহ এর অবস্থা আশংখা জনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …