কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার ঐতিহ্যবাহী কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে ১১ রমজান (২৮ মে) বিকাল ৫ টায় শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নুর আহম্মেদ মাছুম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন, দৈনিক সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাছুম, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পেশাজীবি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুধীবৃন্দ অংশগ্রহন করেন।7
