শ্যামনগর অফিস: শ্যামনগরে শাহানারা খাতুন নামের এক গৃহবধূ ৪ দিন ধরে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া গৃহবধূ একই উপজেলার কাচিহারানিয়া গ্রামের আজিজুর রহমানের স্ত্রী এবং গোবিন্দপুর গ্রামের মৃত হাবিবুর রহমান হাবু সরদারের কন্যা।
নিখোঁজ গৃহবধূর স্বামী আজিজুর রহমান জানান, গত ৪ দিন আগে তার বউ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বয়স ২২ বছর। গায়ের রং শ্যামলা কালো। শারীরিক গঠন মাঝারী ধরনের। উচ্চতা ৫ ফুটের মত। তার বাম চোখে সনাক্তকারী একটি চিহ্ন আছে।
যদি কোন স্ব-হ্রদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে তার স্বামীর ব্যবহ্রত মোবাইল ফোনে (০১৯০৪৮৫৬১৫৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …