ক্রাইমবার্তা ডেস্করিপোট: প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় ঢাকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল। শনিবার ঢাকা কমলাপুর স্টেডিয়ামে মুখো মুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম নারায়নগঞ্জ জেলা ফুটবল দল। খেলার প্রথমােের্ধর খেলা গোল শুণ্য শেষ হয়। দ্বিতঅয়ার্ধের খেলার প্রথমে সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। পরে দ্বিতীয়ার্ধের খেলার শেষের দিকে সাতক্ষীরা জেলা দলের ১১ নং জার্সি পরিহীত খেলোয়াড় ইউছুফ আলী দ্বিতীয় গোল করে। সেই সুবাধে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে ঢাকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা দলকে পরাজিত করে। সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এর আগের খেলায় সাতক্ষীরা জেলা দল নীলফামারী জেলা দলের সাথে গোল শুণ্য ড্র করে। আজ রবিবার ০৩ জুন ঢাকা কমলাপুর স্টেডিয়ামে সিলেট জেলা দলের মুখো মুখি হবে সাতক্ষীরা জেলা দল। সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ছাত্ররা ভালো খেলা উপহার দিয়ে ক্রীড়াঙ্গণে জেলার সাফল্য ও সুনাম ধরে রাখায় জেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …