নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ধলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল কুমার মুখার্জী ও সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা জানান, কিছুদিন পূর্বে বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ সরকারি কলেজ শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন ধলবাড়িয়া ইউনিয়নের আশরাফ আলীর ছেলে আবু সাঈদ (১৯)। কিন্তু তার পরিবার আওয়ামী লীগ ও স্বাধীনতা বিরোধী ও আবু সাঈদ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামাত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর আদালত কর্তৃক ফাঁসির রায়ের পরে সে এলাকায় নাশকতা,ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ছিল। বর্তমানে ছাত্রলীগের মত একটি পবিত্র সংগঠনে থেকেও সে মেধাশূণ্য, মাদকাসক্ত ও মেয়েদের উত্যক্তকারী বখাটে। সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে সে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে বলে তারা জানান। আবু সাঈদের এই অপকর্মের হাত থেকে রক্ষা পেতে ছাত্রলীগের জেলা কমিটিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সর্বস্তরের মানুষ।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …