সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা আইনজীবী সহকারী সমিতির আয়োজনে সমিতি ভবনের দ্বিতীয় তলায় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি বিমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার। এসময় তিনি বলেন, ‘দেশের অন্যান্য জেলার চেয়ে সাতক্ষীরা জেলার জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য খুবই দক্ষ ও কর্ম চ ল এবং সুসংগঠিত। বিচারক একজনই তিনি সব দেখছেন। টাকার জন্য মামলা দীর্ঘদিন চালাবেন না। মক্কেলদের মনে করবেন বাবা,মা, ভাই-বোন। মানবিক দৃষ্টিকোণ থেকে সবকিছুর বিচার করবেন। আপনারা গুণী মানুষ। সৎ ভাবে পেশার দায়িত্ব পালন করুন তাহলে সফলতা আসবেই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আ.ফ.ম রেজওয়াউল্লাহ সবুজ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. সম্ভু কুমার সিংহ, জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুনীল মণ্ডল, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য বসু ঘোষ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …