ক্রাইমবার্তা ডেস্করিপোট; মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুর ঘটনাগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ রাষ্ট্রদূতরা সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিশ্বব্যাপী একটি সমস্যা। তবে বাংলাদেশে গত ৪ মে থেকে চালানো মাদকবিরোধী অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং পরিণতিতে ১২০ জনের বেশী মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আইনের শাসন সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক মান ও নীতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সব কর্মকাণ্ড পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন। আমরা আশা করি মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুর ঘটনাগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরন করে পূর্ণ তদন্ত করা হবে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ইইউ ডেলিগেশন, নরওয়ে, ইটালি, বৃটেন, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, স্পেন, সুইডেন, ও ফ্রান্সের মিশন প্রধানরা।