ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সাতক্ষীরা শাখার উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা সঙ্গীতা মোড় সংলগ্ন ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
ব্যাংকের খুলনা জোনের প্রধান ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম তোফায়েল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ। থানা জামে জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হাসান নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সাতক্ষীরা শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুস সালামের ব্যস্থপনায় ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যাংকর সোহরাব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আবু জাহিদ, রবিউল ইসলাম সহ অনেকে। ব্যাংকর আব্দুল মোত্তালিব এর উপস্থপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক কোটি গ্রাহকের মাঝে বিশ্বস্থতা অর্জন করেছে। ব্যাংকটি যাত্রালগ্ন থেকে ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হচ্ছে।
ব্যাংকটির খুলনা জোনের প্রধান ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান বলেন, সারা বিশ্বের মধ্যে ইসলামী ব্যাংক গ্রাহকের আস্থার জায়গা তৈরি করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সারা দেশে ব্যাংকিং জগতে প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Check Also

সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা

সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৫ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।