ক্রসফায়ারের ভয় দেখানোর অভিযোগে ভাটারা থানার ৩ পুলিশের বিরুদ্ধে মামলা

ক্রাইমবার্তা রিপোটঃঢাকা: চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে মামলাটি করেছেন বারীধারা এলাকার চা-পান দোকানি মাকসুদা বেগম (৪৭)।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন রাজধানীর ভাটারা থানার এসআই হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতানা আরও এক কনস্টেবল ও এক আনসার সদস্য।
মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী মাকসুদা বেগমের বারীধারার জে-ব্লকে ২০নং রোডে চা-পান সিগারেটের দোকান আছে। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী তা দিতে অস্বীকার করলে দোকানে ভাঙচুর করে ৬ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এসময় বাবুল ইসলাম রাজু ফটো সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা বলেন, চাঁদার দশ হাজার টাকা না দিলে যারা বাদীর পক্ষ নেবেন সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে ক্রসফায়ার দেওয়া হবে। বাদী অসহায় হয়ে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে তারা মামলা নিতে অস্বীকার করে। তারা বেশি বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়। বাদী বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছেন।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।