মসিয়াররহমান কাজল,বেনাপোল।বেনাপোল আনন্তর্জাতিক চেকপোস্ট কাষ্টমস দিয়ে ভারতে পাচারের সময় মহিউদ্দীন (৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীর পেটের ভিতর থেকে ১ কেজি ৩ শ’ ২০ গ্রাম ওজনের ১২ টি সোনার বার আটক করেছে কাষ্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।সে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিরাম কান্দি গ্রামের শাহরিয়ার ভূইয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বর বিই-০৮৮৫২০৪।মঙ্গলবার সকালে কাষ্টমসের ট্রাভেল ট্যাক্স চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।শুল্ক গোয়েন্দা জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন তথ্য ছিল মহিউদ্দিন নামে একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলে চেকপোষ্ট ইমিগ্রেশন কাষ্টমসের টিটি চেক পয়েন্ট থেকে মহিউদ্দিনকে আটক করে শুল্ক গোয়েন্দা। বেনাপোল বাজারে নিয়ে এক্সরে মেশিনে এক্সরে করার পর মহিউদ্দিনের পেটের ভিতর ১২ টি সোনার বারের সন্ধ্যান পাওয়া যায়। পরে ঔষধ ও পানি পান করিয়ে বায়ূ পথ দিয়ে সোনার বারগুলো বের শুল্ক গোয়েন্দার সদস্যরা।
বেনাপোল কাষ্টমসের ডেপুটি কমিশনার সাইফুর রহমান ১ কেজি ৩শ’ ২০ গ্রাম ওজনের ১২ টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান আটক মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।