কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে বৈধ কাগজ পত্র না থাকা, ভেজাল খাদ্য, ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের কারণে আইসক্রিম ফ্যাক্টরী, প্রাইভেট ক্লিনিক ও ইটভাটায় ১৮হাজার টাকা জরিমানা আদায় করেছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
জরিমানার আদায়ের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের পরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া এলাকায়।
উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী এমএ মান্নান বলেন, মঙ্গলবার দুপুরের পরে কলারোয়ার চন্দনপুর গ্রামের মারিয়া সুপার আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ফ্যাক্টরী মালিক চন্দনপুর গ্রামের জব্বার গাজীর ছেলে আবু সিদ্দীককে ১০ হাজার টাকা, গয়ড়া বাজারের আসিয়া মেমোরিয়াল প্রাইভেট ক্লিনিক মালিক সুলতানপুর গ্রামের আমিন উদ্দীন গাজীর ছেলে রমজান আলি গাজীকে ৩ হাজার টাকা এবং দক্ষিণ গয়ড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আইয়ুব হোসেন আনসারীর মেসার্স সাগর ব্রিক্সে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারের পরিদর্শক শেখ মো: মনিরুজ্জামান, কলারোয়া থানার এএসআই তারেক মাহমুদ, নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এমএ মান্নান।